
রাতের আঁধারে খাবার পৌঁছে দিচ্ছেন উপজেলা ভাইস চেয়ারম্যান
পিরোজপুর সংবাদদাতারাতের আঁধারে এমন মানুষদের খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন পিরোজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেন।
পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের ব্যক্তিগত তহবিল থেকে দেয়া দ্বিতীয়ধাপের ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার রাতে ঘুরে ঘুরে ১০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন।
পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী, বাইপাস,পাড়েরহাট, বাদুড়া, শংকরপাশার বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে এসব ত্রাণ পৌঁছে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাবেক নেতা এইচ.এম.মাসুম ও সমাজকর্মী আলামিন আনন্দ।
সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে তালিকা তৈরি করে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তিনি।
কুমার শুভ/টিপু
from Risingbd Bangla News https://ift.tt/2WAzTEy
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন