
করোনায় আক্রান্ত ৩৪ লাখের বেশি
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের থামার কোনো আভাস নেই। বিশ্বকে থমকে দেওয়া প্রাণঘাতী ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩৪ লাখ। আর মৃত্যুর হিসাব ২ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই।
ওয়ার্ল্ডোমিটারের হিসাব মতে শনিবার পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৫৯৫ জনের শরীরে। সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে, ১১ লাখ ৩১ হাজার ৫৯৫ জন। ২ লাখ ৪২ হাজার ৯৮৮ জন আক্রান্ত হয়েছে স্পেনে। ইতালিতেও আক্রান্তের সংখ্যা ২ লাখের উপরে। সেখানে কোভিড-১৯ রোগী ২ লাখ ৭ হাজার ৪২৮ জন।
সারা বিশ্বে মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৫৮৩ জনের। সবচেয়ে বেশি ৬৫ হাজার ৭৬৬ জনের প্রাণহানি যুক্তরাষ্ট্রে। মৃতের হিসাবে ২৮ হাজার ২৩৬ জন নিয়ে আমেরিকার পরে ইতালি। তাদের ঠিক পরে যুক্তরাজ্য, মারা গেছে ২৭ হাজার ৫১০ জন।
অবশ্য মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যায় অনেক তফাৎ। সারা বিশ্বে ১০ লাখ ৮১ হাজার ৫২৬ জন সুস্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের ১ লাখ ৬১ হাজার ৫৬৩ জন করোনা জয় করেছেন। এছাড়া স্পেনের ১ লাখ ৪২ হাজার ৪৫০ জন এবং জার্মানির ১ লাখ ২৬ হাজার ৯০০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/2y7Z2gp
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন