
নিউজিল্যান্ডে প্রথম করোনায় নতুন আক্রান্ত নেই
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ড আর্ডার্ন ‘বিজয়’ ঘোষণা করেছিলেন গত মঙ্গলবার। এক সপ্তাহ না যেতেই দেশটিতে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা শূন্যে নামলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
করোনাভাইরাসে কমিউনিটি সংক্রমণ ঠেকাতে দেড় মাসেরও বেশি সময় কঠোর লকডাউন ছিল নিউজিল্যান্ডে। তার সুফল তারা পেয়েছে হাতেনাতে। সংক্রমণ দেড় হাজারের নিচে রাখতে পেরেছে, মৃত্যু পার হয়নি ২০ এর ঘর।
সংক্রমণের সংখ্যা নিয়মিত একের ঘরে থাকায় গত মঙ্গলবার লকডাউনের স্তর চার থেকে তিনে নামায় নিউজিল্যান্ড সরকার। অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান আগের মতো খুলেছে। তবে এখনো সামাজিক অনুষ্ঠান কিংবা জনসমাগম হয় এমন স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।
দেশবাসী যে ভালো সাড়া দিয়েছে প্রমাণ পাওয়া গেলো এক সপ্তাহ না যেতেই। ১৬ মার্চের পর প্রথমবার একদিনে নতুন কোনো কোভিড-১৯ রোগী পাওয়া যায়নি। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন। স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলি ব্লুমফিল্ড জানান- নতুন করে কারো মৃত্যু হয়নি, তাতে মৃতের সংখ্যা আগের মতোই ২০ জনের। মোট রোগী ১ হাজার ১৩৭ জন।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/2VXoQVr
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন