‘সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে’ - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ৬ মে, ২০২০

‘সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে’

‘সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে’

বিনোদন প্রতিবেদক

নবাব সিরাজগঞ্জের ছেলে। অনেক আগেই তাঁর বিয়ের বয়স পার হয়ে গেছে। যতবার বিয়ে ঠিক হয়েছে, ততবারই অজানা কারণে ভেঙে গেছে। সিরাজগঞ্জের মানুষ হিসেবে নবাব খুব অহংকার এবং গর্ব করে।

নবাবের বিয়ের জন্য ফের নতুন একটি প্রস্তাব আসে কিশোরগঞ্জ থেকে। বিয়ে ভেঙে যাবার ভয়ে এবার নবাব ও তাঁর মামা মেয়ে দেখতে যায়। মেয়ে দেখতে গিয়ে নবাব খুবই এক্সাইটেড হয়ে মেয়ের মাকে দেখেই পছন্দ করে ফেলে। এর পর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এমন কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে’ শিরোনামে সাত পর্বের ধারাবাহিক নাটক।

এটি রচনা ও পরিচালনা করেছেন মিজান। ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জাকিয়া বারী মম, শামীমা নাজনীন, তারেক স্বপন, লিজা খানম প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আসন্ন ঈদে নাটকটি বাংলাভিশনে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

এদিকে ক্রাউন এন্টারটেইনমেন্টের নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য একাধিক ওয়েব সিরিজ ও খণ্ড নাটক নির্মাণের প্রস্তুতি চলছে। করোনার সংক্রমণ দূর হলেই এর দৃশ্যধারণ শুরু হবে।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত



from Risingbd Bangla News https://ift.tt/3fj7M41
via IFTTT

কোন মন্তব্য নেই: