
৪০ লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা
নিউজ ডেস্কমহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলের ৪০ লাখ ৯ হাজার ৪৭২ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।
চিকিৎসা বিজ্ঞানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্ষমতাধর দেশটিতে আক্রান্ত হয়েছে সর্বোচ্চ ১৩ লাখ ২০ হাজার ৬৮৩ জন। মারা গেছে সর্বোচ্চ ৭৮ হাজার ৫৫৭ জন।
দ্বিতীয় সর্বোচ্চ ২ লাখ ৬০ হাজার ১১৭ জন আক্রান্ত হয়েছে স্পেনে। মারা গেছে ২৬ হাজার ২৯৯ জন। ইতালিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৭ হাজার ১৮৫ জন। প্রাণ হারিয়েছে ৩০ হাজার ২০১ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৩৬৪ জন। মারা গেছে ৩১ হাজার ২৪১ জন।
রাশিয়ায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৮৫৯ জন। ফ্রান্সে ১ লাখ ৭৬ হাজার ৭৯ জন। জার্মানিতে ১ লাখ ৭০ হাজার ৫৮৮ জন। ব্রাজিলে ১ লাখ ৪৫ হাজার ৮৯২ জন। তুরস্কে ১ লাখ ৩৫ হাজার ৫৬৯ জন। ইরানে ১ লাখ ৪ হাজার ৬৯১ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে ২ লাখ ৭৫ হাজার ৯১৪ জন। সেরে উঠেছে ১৩ লাখ ৭৭ হাজার ৭০৪ জন। এখনো চিকিৎসাধীন রয়েছে ২৩ লাখ ৫৫ হাজার ৮৫৪ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে প্রায় ৫০ হাজার।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/3duOx5A
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন