গোপালগঞ্জে নতুন করে শিশুসহ আরও ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। তবে আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকী ১৭ জন বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে ওয়ার্ডে চিকিসাধীন রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় শিশুসহ তিনজন, টুঙ্গিপাড়া উপজেলায় দুইজন ও গোপালগঞ্জ সদর উপজেলায় একজন রয়েছে।
মঙ্গলবার (১২ মে) সাকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে থেকে শিশুসহ ছয়জনের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে।
ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘আক্রান্তদের গোপালগঞ্জ সদর হাসপাতাল, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। এছাড়া, আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করার পাশাপশি তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ২০ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন, কাশিয়ানী উপজেলায় ১১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১১ জন ও কোটালীপাড়া উপজেলায় এক নার্সসহ দুইজন রয়েছেন।
বাদল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/3dyQYnV
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন