আন্তর্জাতিক ডেস্ক২০ দিন পর প্রকাশ্যে দেখা দিলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। তার স্বাস্থ্য নিয়ে সারা বিশ্বে ওঠা গুঞ্জন থামিয়ে দিলেন শনিবার একটি সার কারখানার উদ্বোধন করে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) তার হাস্যোজ্জ্বল একাধিক ছবি পোস্ট করে। তাৎক্ষণিকভাবে কিমের ফেরা নিয়ে কোনো মন্তব্য না করলেও টুইটারে প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উত্তর কোরিয়ার স্বৈরশাসকের ফেরার ব্যাপারটি নিশ্চিত করলেন ট্রাম্প, বললেন কিম জং উন ‘জীবিত ও ভালো আছে।’ কিমের সুনচন ফসফেটিক সার কারখানার উদ্বোধনী ফিতা কাটার ছবি দিয়ে আরেকটি টুইটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ‘সে ফিরেছে এবং ভালো আছে দেখে আমি আনন্দিত।’ তিন সপ্তাহ পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেছে কিমকে। প্রেসিডেন্টের টুইট নিয়ে আরো কিছু জানতে হোয়াইট হাউজে গিয়েছিল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। কেসিএনএ’র প্রকাশিত ছবিটির সত্যতা নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। রবিবার দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা মুন চুং ইন সিএনএনকে বলেছে, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা ‘জীবিত ও সুস্থ আছেন।’
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/2KWjyDf via IFTTT
Founder & Author: My name is Md Shafiqul Alam Shahin. I am a journalist and a web designer. I am also upazila correspondent of The Daily Ittefaq, Editor-Publisher of Purbakantho.com, My current address is Station Road, Purbadhala, Netrokona. ....Read More
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন