চিকিৎসকদের নিয়ে রাজীবের গান (ভিডিও) - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ৬ মে, ২০২০

চিকিৎসকদের নিয়ে রাজীবের গান (ভিডিও)

চিকিৎসকদের নিয়ে রাজীবের গান (ভিডিও)

বিনোদন ডেস্ক

করোনার এই সংকটে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। সারা দেশে অনেক চিকিৎসক এ রোগে আক্রান্ত হয়েছেন। এই করোনা যোদ্ধাদের নিয়ে এবার গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা রাজীব। এরই মধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি।

‘ডাক্তার ডাক্তার ডাক্তার/ যখন তখন পড়ে ডাক তার/ মাঝরাত ভোররাত ঘড়ির কাঁটাগুলো যেখানেই থাক/ পীড়িত মানুষকে সেবার ছোঁয়া দিতে ডাক্তার ছুটে যায় ঠিকঠাক/ মৃত্যু তোমাকে দেখে থমকে দাঁড়ায়/ জানি না কজনে তোমার সম্মানে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়ায়’—এমন কথার গানটি রচনা করেছেন বায়েজিদ খুরশিদ রিয়াজ। সুর ও সংগীত পরিচালনা করেছেন মকসুদ জামিল মিন্টু।

সংগীতশিল্পী রাজীব বলেন, ‘ডাক্তারদের নিয়ে প্রথমবার গান গাইলাম। গানটির কথা ও সুর সুন্দর হয়েছে। সমসাময়িক বিষয় এ গানে তুলে ধরা হয়েছে। শ্রোতারাও বেশ আগ্রহ নিয়েই গানটি শুনছেন।’

অন্যদের মতো রাজীবও ঘরবন্দি সময় পার করছেন। অখণ্ড এই অবসরে পুরোনো জনপ্রিয় কিছু গান নতুন করে কণ্ঠে তুলছেন। পাশাপাশি করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক একটি যৌথ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘আসবেই বিজয়’ শিরোনামের এ গানের কথা লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুহিন খান।

দেখুন:

 

ঢাকা/শান্ত



from Risingbd Bangla News https://ift.tt/3b9SvPJ
via IFTTT

কোন মন্তব্য নেই: