
বুন্দেসলিগায় ৩ জন করোনায় আক্রান্ত, লিগ পেছানোর আশঙ্কা
ক্রীড়া ডেস্কএফসি কলোনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, খেলোয়াড় ও কোচিং স্টাফদের সুরক্ষার কথা চিন্তা করে পুরোদমে অনুশীলন শুরুর আগে গত বৃহস্পতিবার সবার করোনা পরীক্ষা করা হয়। এসময় ক্লাবটির কোচ ও ফুটবলারদের করোনা নেগেটিভ আসলেও তিনজন স্টাফের করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। জার্মান ক্লাবটি গোপনীয়তার জন্য ওই তিন স্টাফের তথ্য দিতে রাজি হয়নি। তবে তারা নিশ্চিত করেছে ইতিমধ্যে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন প্রসেসে নেওয়া হয়েছে।
ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে গত ৬ এপ্রিল থেকে তারা অনুশীলন চালিয়ে যাচ্ছিলো। তবে তখন কোনো খারাপ ফলাফল দেখা যায়নি। ক্লাবটির ম্যানেজিং ডিরেক্টর হর্স্ট হেট বলেন, ‘আমাদের কাছে খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্য সুরক্ষা সবকিছুর উর্ধ্বে। আমরা নিয়মিত রুটিন চেক আপ করিয়েছি। আর করোনা পজেটিভ দেখা মাত্র আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’
এদিকে চলতি মাসের ৯ তারিখ থেকে বুন্দেসলিগা মাঠে গড়ানোর পরিকল্পনায় ছিল আয়োজক কমিটি। তবে এমন অবস্থায় আরও এক সপ্তাহ বাড়তি সময় নিতে চায় তারা। সেক্ষেত্রে ১৬ মে থেকে বুন্দেসলিগা শুরু করার পরিকল্পনা করছে লিগ আয়োজন কমিটি।
ঢাকা/কামরুল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন