নিজস্ব প্রতিবেদক:যশোরের চৌগাছায় করোনা উপসর্গ জ্বর-শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে স্বরূপদাহ গ্রামে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি।
তিনি উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের স্বরূপদাহ পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
ডা. লুৎফুন্নাহার লাকি জানান, ওই রোগী বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। করোনা উপসর্গ থাকায় পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
বেলা ১১টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। কিন্তু রোগীর স্বজনরা যশোর না নিয়ে বাড়িতে নিয়ে গেছেন এবং দুপুরে বাড়িতেই তিনি মারা গেছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুল ইসলাম জানান, খুব অল্প সংখ্যক লোক নিয়ে তার দাফন কার্য সম্পন্ন করার জন্য স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, পর্যাপ্ত নিরাপত্তা মেনে দাফন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
স্বরূপদাহ গ্রামের ইউপি সদস্য ফখরুল ইসলাম জানান, আছরের নামাজের পর পর্যাপ্ত নিরাপত্তা মেনে কয়েকজন ব্যক্তি নিয়ে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
from Risingbd Bangla News https://ift.tt/2Z4hPUT
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন