
নড়াইলে কৃষকের ধান কেটে দিলেন শিক্ষক-কর্মকর্তারা
ফরহাদ খাননড়াইলের লোহাগড়া উপজেলায় শিক্ষকদের নিয়ে কৃষকের জমির ধান কেটে দিলেন যশোরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন।
শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার মঙ্গলহাটা ও কচুবাড়িয়া গ্রামে দুই কৃষকের ধান কেটে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের প্রকৌশলী কামাল হোসেন, সহকারী কলেজ পরিদর্শক আব্দুল্লাহ আল মুকিত, নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছায়েদুর রহমান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়াসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
এ ব্যাপারে বর্গাচাষি একলাস শেখ বলেন, তিনি চা বিক্রেতা। অর্থসংকটে ধান কাটতে পারছিলেন না। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষক ও ছাত্ররা তার ৮০ শতক জমির ধান কেটে দিয়েছেন।
ঢাকা/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/2zrlIYY
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন