
কুমিল্লার দেবীদ্বারে করোনায় মারা গেলেন আরো ১
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার দেবীদ্বারে এবার করোনায় আক্রান্ত হয়ে জামাল হাজারি নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টার তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবির।
জামাল হাজারি দেবীদ্বার পৌর এলাকার চাপানগর হাজারী বাড়ির সিরাজুল ইসলাম হাজারির পুত্র।
ডা. আহাম্মদ কবির জানান, জামাল হাজারি করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ভর্তির পর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকা পাঠানো হয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকা যাওয়ার পথেই তিনি মারা যান।
করোনায় আক্রান্ত হয়ে দেবীদ্বারে এ পর্যন্ত চারজনের মৃত্যু হল।
from Risingbd Bangla News https://ift.tt/3dqUfW7
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন