পদ্মা রেলওয়ে সেতু প্রকল্পে ঠিকাদারদের সঙ্গে শ্রমিকদের মজুরি নিয়ে সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে। তবে ছড়ানো এই গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদফতর। বুধবার (৬ মে) রাতে এক জরুরি প্রেস নোটে বিষয়টি জানিয়েছেন পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা।
জানা যায়, মুন্সীগঞ্জের লৌহজংয়ে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান চাইনিজ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানির (সিআরইসি) সাথে স্থানীয় শ্রমিকদের গতকাল বুধবার মজুরি নিয়ে অসন্তোষ দেখা দেয়। এতে শ্রমিকদের সঙ্গে বাংলাদেশি বেসরকারি নিরাপত্তাকর্মীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। এআইজি মো. সোহেল রানা বলেন, ‘এই ঘটনায় কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন ঘটনাস্থলে এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাটি নিয়ে গুজব ছড়াতে পারে। সেই গুজবে কান না দিতে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে আর কোনো আপডেট থাকলে সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে।’ উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার রাত ৮টায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শ্রমিকদের সংঘর্ষ গোলাগুলি ও কয়েকজন শ্রমিকের গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন