ত্রাণ নিয়ে লালবানুর বাসায় সুনামগঞ্জ পৌরমেয়র - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ৮ মে, ২০২০

ত্রাণ নিয়ে লালবানুর বাসায় সুনামগঞ্জ পৌরমেয়র


ত্রাণ নিয়ে লালবানুর বাসায় সুনামগঞ্জ পৌরমেয়র

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর এলাকার অসহায় লালবানু'র বাসায় ত্রাণ নিয়ে গেলেন সুনামগঞ্জ পৌরমেয়র নাদের বখত।
অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ‘সবজি সিদ্ধ খেয়ে রোজা রাখছেন লালবানু’ শিরোনামে সংবাদটি দেখে ত্রাণ নিয়ে লালবানু'র বাসায় যান পৌর মেয়র। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৯ টায় লালবানুর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি।
মেয়র নাদের বখত রাইজিংবিডিকে বলেন,‘আজ বিকালে রাইজিংবিডিতে পৌরশহরের ষোলঘর এলাকার বাসিন্দা লালবানুর সবজি খেয়ে রোজার রাখার সংবাদটি নজরে আসার পর লালবানুকে তাৎক্ষণিক ত্রাণ সামগ্রী দিয়ে আসি।'
লালবানু বলেন,‘করোনা আসায় আমার সব কাজ বন্ধ হয়েছে। ঘরে খাবার নেই। পৌরসভার মেয়র সাহেব এর ত্রাণ সামগ্রী পেয়ে আমি খুবই খুশি। অন্তত কয়েকদিন খেতে পারবো।'
তার মতো অসহায়দেরকে নিয়ে সংবাদ প্রকাশ করায় রাইজিংবিডিকে ধন্যবাদ জানান।
লালবানুর ঘরে অসুস্থ প্রতিবন্ধী স্বামী। পরিবারের রয়েছে ছোট এক ছেলে ও এক মেয়ে। স্বামীর চিকিৎসা ও সংসার সচল রাখতে অন্যের বাসায় কাজ করতেন। এভাবে তবু দু’মুঠো খাবারের যোগান হচ্ছিল। কিন্তু করোনা ভাইরাসের মহামারি আসার পর সব এলোমেলো হয়ে গেলো। বন্ধ হয়ে গেছে বাসার কাজ। ফলে রোজগারও বন্ধ। এতে পুরো পরিবারই বেকায়দায়। গত বুধবার (৫ মে) ও বৃহস্পতিবার (৬ মে) সবজি সিদ্ধ করে খেয়ে রোজা রাখেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ মে) রাইজিংবিডিতে ‘সবজি সিদ্ধ খেয়ে রোজা রাখছেন লালবানু’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়।

আল আমিন/টিপু


from Risingbd Bangla News https://ift.tt/2xIFbE8
via IFTTT

কোন মন্তব্য নেই: