
যুক্তরাষ্ট্রে করোনায় ঝরলো ৮০ হাজার প্রাণ
নিউজ ডেস্কমহামারি করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় রোববার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০ হাজার ২৮ জন। আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৭৭১ জন। তার মধ্যে চিকিৎসাধীন রয়েছে ১০ লাখ ২৯ হাজার ৭২১ জন। সেরে উঠেছে ২ লাখ ৩৭ হাজার ২২ জন।
যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা যুক্তরাজ্যে, ৩১ হাজার ৫৮৭। ইতালিতে মারা গেছে তৃতীয় সর্বোচ্চ ৩০ হাজার ৩৯৫ জন। স্পেনে ২৬ হাজার ৪৭৮ ও ফ্রান্সে ২৬ হাজার ৩১০ জন প্রাণ হারিয়েছে এই ভাইরাসে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যেই মারা গেছে ২৬ হাজার ৭৭১ জন। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৪০৯ জন। নিউ জার্সিতে মারা গেছে ৯ হাজার ১১৮ জন। ম্যাসাচুসেটসে প্রাণ হারিয়েছে ৪ হাজার ৮৪০ জন। মিশিগানে ৪ হাজার ৫২৬ জন, পেনসালভানিয়ায় ৩ হাজার ৭৯৮ ও ইলিনয়িসে ৩ হাজার ৩৪৯ জন মারা গেছে।
বিশ্বের ২১২টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলের ৪০ লাখ ৯৭ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। মারা গেছে ২ লাখ ৮০ হাজার ২১৯ জন। সেরে উঠেছে ১৪ লাখ ২৫ হাজার ২৯৯ জন।
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2Acc1hz
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন