ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় আটক ১ - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ১০ মে, ২০২০

ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় আটক ১



ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় আটক ১

চাঁদপুর সংবাদদাতা
চাঁদপুরে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় মুক্তার হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোবাবর (১০ মে) বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানা পুলিশ।
পুলিশ জানায়, মতলব উত্তরে কর্মরত সব সাংবাদিকদের নিয়ে কটুক্তি করেন মুক্তার হোসেন । তাই তাকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটক মুক্তার হোসেন ফরাজীকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সরদারকান্দি গ্রামের মৃত মকবুল হোসেন প্রধানের ছেলে।
পুলিশ আরও জানায়, ৮ মে বিকেল ৪টার সময় মুক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর পোস্ট দেন।
বিষয়টি ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায়। শুক্রবার রাতে মতলব উত্তর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে মতলব উত্তর থানার এসআই ইব্রাহিম ও এসআই নাহিদের নেতৃত্বে থানা পুলিশ ওই দিন রাতে নিজ বাসা থেকে মুক্তার হোসেনকে আটক করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, আটক মুক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


অমরেশ/ইভা


from Risingbd Bangla News https://ift.tt/2YQt7Mu
via IFTTT

কোন মন্তব্য নেই: