ইতালির মৃত্যুপুরীতে সোমবার খুলছে দোকানপাট-রেস্তোরাঁ - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ১৬ মে, ২০২০

ইতালির মৃত্যুপুরীতে সোমবার খুলছে দোকানপাট-রেস্তোরাঁ



ইতালির মৃত্যুপুরীতে সোমবার খুলছে দোকানপাট-রেস্তোরাঁ

আন্তর্জাতিক ডেস্ক
মহামারির শুরুতে করোনাভাইরাস ইউরোপে সবচেয়ে মারাত্মক আঘাত করেছিল ইতালিতে। এই দেশটির উত্তরের অঞ্চল লোম্বারদিয়া ছিল প্রাণঘাতী ভাইরাসের হটস্পট। সেখান থেকেই করোনা ছড়িয়ে পড়েছিল, যাতে ৩১ হাজারের বেশি মানুষ মারা গেছে। দেশটিতে এখন করোনা পরিস্থিতি ততটা ভয়াবহ নয়, তাই সোমবার থেকে মৃত্যুপুরী লোম্বার্দিয়ার দোকানপাট, রেস্তোরাঁ ও হেয়ার সেলুন খুলছে বলে জানালো অঞ্চলটির গভর্নর।
সরকারি হিসাব মতে, ইতালির এই অঞ্চলে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত এই সংখ্যাটা ৩৪ হাজার ২৪২। লোম্বারদিয়ায় লকডাউন শিথিলের ঘোষণা আসে ইতালিয়ান প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে, রিজিওনাল অ্যাফেয়ার্সের মন্ত্রী ফ্রান্সেসকো বোকিয়া ও আঞ্চলিক গভর্নরদের সভা শেষে। লকডাউনের কড়াকড়ি শিথিল করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে একমত হয়েছেন রাজনীতিকরাও।
রিজিওনাল অ্যাফেয়ার্স মন্ত্রী বোকিয়া নিশ্চিত করলেন, অঞ্চল আবার চালু করার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষকে। কড়াকড়ি শিথিল করতে হলে তা অবশ্য কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে।



ঢাকা/ফাহিম


from Risingbd Bangla News https://ift.tt/3bGhQRj
via IFTTT

কোন মন্তব্য নেই: