ক্রিকেট রেকর্ড থেকে - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ১০ মে, ২০২০

ক্রিকেট রেকর্ড থেকে



ক্রিকেট রেকর্ড থেকে

ক্রীড়া ডেস্ক
ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমনই এক রেকর্ডের তথ্য দেব এবার।
আপনি জানেন কি, টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হয়েছে কোন ক্রিকেটারের? ইংল্যান্ডের ক্রিকেটার জেমস সাউদারটনের ৪৯ বছর ১১৯ দিনে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল। সেটাও ইতিহাসের প্রথম টেস্টে।
১৮৭৭ সালের ১৫ মার্চ অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথম টেস্ট খেলেছিল স্বাগতিক দল ও ইংল্যান্ড। সেই টেস্টেই মাঠে নেমেছিলেন সাউদারটন। তালিকার পরের চারটি স্থানে আছেন পাকিস্তানের মালিক মিরান বাক্স (৪৭ বছর ২৮৪ দিন), অস্ট্রেলিয়ার ডন ব্লাকি (৪৬ বছর ২৫৩ দিন) ও বার্ট আইরন মঙ্গার (৪৬ বছর ২৩৬ দিন) এবং ওয়েস্ট ইন্ডিজের নেলসন বেটানকোর্ট (৪২ বছর ২৪২ দিন)।

ঢাকা/ইয়াসিন


from Risingbd Bangla News https://ift.tt/2WFFWqa
via IFTTT

কোন মন্তব্য নেই: