নিখোঁজের ১৫ দিন পর যুবকের লাশ উদ্ধার - পূর্বকন্ঠ

শিরোনাম :

সোমবার, ১১ মে, ২০২০

নিখোঁজের ১৫ দিন পর যুবকের লাশ উদ্ধার




নিখোঁজের ১৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

বরগুনা প্রতিনিধি
নিখোঁজের ১৫ দিন পর বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা নামক এলাকায় খাল থেকে জামাল (২৮) নামে এক যুবকের লাশ  উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ মে) রাতে বরগুনা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। 
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ বলেন, ‘রোজার আগের দিন থেকে জামাল নিঁখোজ ছিলেন। এ ব্যাপারে তার ভাই কামাল বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।’
ওসি বলেন, ‘স্থানীয় এক ব্যক্তি খালে মাছ ধরতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিখোঁজ জামালের স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে  জামালের লাশ শনাক্ত করে।’
জামালের ভাই কামাল জানান, ‘জামাল বরইতলা-বাইনচটকি ঘাটে খেয়া পাড়াপাড়ের কাজ করতেন। রোজার একদিন আগে রুবেল নামে একজন জামালকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে বাসায় ফেরেননি। দু'দিনেও খোঁজ না পাওয়ায় বরগুনা থানায় ডায়েরি করা হয়। ব্যক্তিগত বিরোধে রুবেল ও তার সহযোগীরা জামালকে হত্যা করেছে।’

বরগুনা সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’


রুদ্র রুহান/ইভা



from Risingbd Bangla News https://ift.tt/2WMLgYz
via IFTTT

কোন মন্তব্য নেই: