প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন যশোরের ৭৫ হাজার পরিবার - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ১৫ মে, ২০২০

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন যশোরের ৭৫ হাজার পরিবার




নিজস্ব প্রতিবেদক:
করোনা দুর্যোগে বেকাদায় পাড়া যশোরের ৭৫ হাজার পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন। সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকা পৌঁছে যাবে।
বৃহস্পতিবার (১৪ মে) উদ্বোধনী দিনে যশোরের ১০০ জন দুই হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। তালিকাভুক্ত অন্যরা ঈদের আগেই মোবাইল ব্যাংকের টাকা পেয়ে যাবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের জেলা প্রশাসক মুহাম্মদ শফিউল আরিফ।

তিনি জানান, করলা দুর্যোগের মধ্যে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন। প্রতি জন দুই হাজার ৫০০ টাকা করে পাবেন। টাকা চলে যাবে সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। ইতিমধ্যে তালিকা প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেছেন। প্রথম দিন তালিকা থেকে একশজনকে টাকা দেয়া হয়েছে। অন্যরা ঈদের আগেই টাকা পেয়ে যাবেন।


রিটন/বুলাকী


from Risingbd Bangla News https://ift.tt/2T80gzs
via IFTTT

কোন মন্তব্য নেই: