
২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি ডেনমার্কে
আন্তর্জাতিক ডেস্কমহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রায় সবদেশে বাড়লেও ডেনমার্কে গত ২৪ ঘণ্টায় একজনও প্রাণ হারায়নি।
শুক্রবার (১৫ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস অফিস সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে।
মার্চের ১৩ তারিখ থেকে শুরু হওয়া ডেনমার্কে এই প্রথম মৃতের সংখ্যা শূন্যতে নেমে এলো।
করোনা ঠেকাতে মার্চের ১২ তারিখ থেকেই দেশটি প্রশমণ কৌশল শুরু করেছিল। পাশাপাশি, ডেনমার্কের স্টেটনস সিরাম ইনস্টিটিউট রিপোর্ট অনুসারে এর পরীক্ষা ব্যাপকভাবে শুরু করা হয়েছিল যা সংক্রামক রোগের বিরুদ্ধে প্রস্তুতি নিতে ডেনিশ স্বাস্থ্য মন্ত্রণালয়কে সহায়তা করে।
এর ফলে পহেলা এপ্রিল থেকে ডেনমার্কে ব্যাপকভাবে করোনা পরীক্ষা করা শুরু হয়। সেক্ষেত্রে সামান্য লক্ষণ বা এ রোগের ঝুঁকি রয়েছে এমন সবাইকে করোনা পরীক্ষার আওতায় আনা হয়েছিল।
ডেনমার্কে এ পর্যন্ত ১০ হাজার ৪৩৮ জন করোনা আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৫৩৭ জন।
ঢাকা/নাসিম/আমিনুল
ঢাকা/নাসিম/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2T7F9NO
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন