
বরিশালে ১০ পুলিশ সদস্যসহ ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের কাছ থেকে গত ১২ ও ১৩ মে নমুনা সংগ্রহের পর বৃহস্পতিবার তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টায় শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, আক্রান্তদের কাছ থেকে গত ১২ ও ১৩ মে নমুনা সংগ্রহের পর আজ বৃহস্পতিবার তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
তাদের মধ্যে একজন নারী ও ৯ জন পুরুষ। তারা বরিশাল আলেকান্দাস্থ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১২ মে মোট ৩৬ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হলে আজ ১০ জনের রিপোর্ট প্রকাশ করা হয়।
এছাড়া, ১৩ মে নমুনা সংগ্রহের পর বরিশাল নগরীর দপ্তরখানা এলাকা ৪২ বছর বয়সি এক পুরুষ ও আগৈলঝাড়া উপজেলার রাহুতপাড়া গ্রামের ৩৫ বছর বয়সি একজনের দেহে আজ করোনা শনাক্ত হয়।
অপরদিকে, এ পর্যন্ত বরিশাল জেলায় ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
from Risingbd Bangla News https://ift.tt/2Z4P0aU
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন