ট্রাম্পের আশা, করোনায় মৃত্যু এক লাখের নিচে থাকবে - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ২ মে, ২০২০

ট্রাম্পের আশা, করোনায় মৃত্যু এক লাখের নিচে থাকবে



ট্রাম্পের আশা, করোনায় মৃত্যু এক লাখের নিচে থাকবে

আন্তর্জাতিক ডেস্ক
দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাণহানির মুখোমুখি হলো যুক্তরাষ্ট্র, মাত্র তিন মাসে ভিয়েতনাম যুদ্ধে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে। সর্বোচ্চ শক্তি দিয়েও করোনাভাইরাসকে ঠেকাতে পারছে না তারা। প্রাণঘাতী ভাইরাসে মৃত্যুর সম্ভাব্য সংখ্যা নিয়ে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আশা, এক লাখের নিচেই থাকবে মৃতের হিসাব।
এক আলোচনা শেষে শুক্রবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বললেন, ‘আশা করি আমাদের ‍প্রাণহানির সংখ্যা থাকবে এক লাখের নিচে।’ করোনার সংক্রমণ ধীর করতে ৩০ দিনের গাইডলাইনে আমেরিকানদের নেওয়া পদক্ষেপকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা হাজার হাজার জীবন বাঁচিয়েছি। আমি বলতে পারি, আপনারা যদি চান লাখ লাখ জীবন বাঁচবে।’
এক লাখ ‘ভয়াবহ সংখ্যা’ বললেন ট্রাম্প এবং আবারো জানালেন, করোনাভাইরাস ‘শুরুতেই থামানো উচিত ছিল, কিন্তু তা হয়নি।’
ট্রাম্পের সম্ভাব্য মৃত্যুর হিসাব তার আগের দেওয়া বক্তব্যের চেয়ে অনেক বেশি। আগেরবার ভবিষ্যদ্বাণী করেছিলেন, করোনায় ৭০ হাজার মানুষের প্রাণহানি হতে পারে। হিসাবটা ছাড়িয়ে যেতে হয়তো খুব বেশি সময় লাগবে না, এখন পর্যন্ত দেশটিতে ৬৫ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে।



ঢাকা/ফাহিম



কোন মন্তব্য নেই: