ময়মনসিংহে নতুন ২১ জন করোনায় আক্রান্ত - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ১০ মে, ২০২০

ময়মনসিংহে নতুন ২১ জন করোনায় আক্রান্ত



ময়মনসিংহে নতুন ২১ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগে নতুন করে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।
শনিবার (৯ মে) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
হাসপাতালের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও এক স্টাফসহ ২ জন, গফরগাঁওয়ে ৫ জন, হালুয়াঘাটে ২ জনসহ ময়মনসিংহ জেলায় ৯ জন, জামালপুর জেলা সদরের দুই চিকিৎসকসহ ৪ জন ও মেলান্দহ উপজেলায় ২ জনসহ জেলায় মোট ৬ জন, শেরপুর জেলা সদরে ৬ জন রয়েছে।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন একেএম মসিউল আলম জানান, ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ৪৩৭ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ২১৩ জন, জামালপুর জেলায় ১০৮ জন, নেত্রকোনা জেলায় ৭৪ এবং শেরপুর জেলায় ৪২ জন করোনা আক্রন্ত রোগী আছে।
এ পর্যন্ত শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। তাছাড়া, মোট ছাড়পত্র পেয়েছেন ১৩৬ জন রোগী।

মিলন/বুলাকী


from Risingbd Bangla News https://ift.tt/3bn57D4
via IFTTT

কোন মন্তব্য নেই: