ময়মনসিংহে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ৯ মে, ২০২০

ময়মনসিংহে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত



ময়মনসিংহে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগে নতুন করে ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
শুক্রবার (৮ মে) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের ১৩ জন ও সুনামগঞ্জ জেলার দুইজন।
হাসপাতালের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪ নার্সসহ জেলা সদরে তিনজন, ভালুকায় একজনসহ ময়মনসিংহ জেলায় আটজন রয়েছেন। এছাড়া, জামালপুরে একজন, নেত্রকোনার মোহনগঞ্জ তিনজন ও দুর্গাপুরে একজন আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার রয়েছেন দুইজন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন একেএম মসিউল আলম বলেন, ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৪১৬ জন। ময়মনসিংহ জেলায় ২০৪ জন, জামালপুর জেলায় ১০২ জন, নেত্রকোনা জেলায় ৭৪ ও শেরপুর জেলায় ৩৬ জন।

তিনি আরো বলেন, শুক্রবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৮২ জন।



মিলন/ইভা



from Risingbd Bangla News https://ift.tt/2xPZwHO
via IFTTT

কোন মন্তব্য নেই: