পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি নিহত - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ৩ মে, ২০২০

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি নিহত

নোয়াখালী, ০৩ মে - নোয়াখালীর চাটখিলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ফিরোজ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২ মে) দিবাগত রাত রাত ১টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. ফিরোজ চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের ইউনুছ পাটোওয়ারী বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে। পুলিশ জানায়, মো. ফিরোজ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ ১২টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, রাতে মাদক বিক্রির খবর পেয়ে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ব্র্যাক অফিসের সামনে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী ফিরোজ গুলিবিদ্ধ হন। তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তার মরদেহটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ মে

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35qFoIt
via IFTTT

কোন মন্তব্য নেই: