নাগরপুরে ঢাকাফেরত যুবক করোনায় আক্রান্ত, ১০ বাড়ি লকডাউন - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ১ মে, ২০২০

নাগরপুরে ঢাকাফেরত যুবক করোনায় আক্রান্ত, ১০ বাড়ি লকডাউন



নাগরপুরে ঢাকাফেরত যুবক করোনায় আক্রান্ত, ১০ বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে আরও এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় করোনা শনাক্ত হওয়ায় ওই যুবককে বাড়িতে আলাদা কক্ষে রেখে আশেপাশের ১০ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান।
আক্রান্ত ঢাকাফেরত ওই যুবক (২৯) উপজেলার মোকনা ইউনিয়নের কোনগা গ্রামের বাসিন্দা।
ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, ‘আক্রান্ত ওই যুবক ঢাকায় যুগান্তর পত্রিকা অফিসে ইলেকট্রেশিয়ান পদে কর্মরত ছিলেন। গত কদিন আগে তার জ্বর সর্দির উপসর্গ দেখা দিলে সে গত শনিবার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে বাড়ি চলে আসেন। পরে আজ সন্ধ্যায় আইইডিসিআর থেকে আমাকে ফোন করে ওই যুবকের করোনা পজেটিভের বিষয়ে জানানো হয়। পরে আমি ওই যুবককে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করি। এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে তারা রাতেই আক্রান্তকে তার বাড়ির আলাদা ঘরে রেখে আশেপাশের ১০ বাড়ি লকডাউন করে দেয়। আগামীকাল তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।’
উল্লেখ্য, এর আগে উপজেলায় করোনা আক্রান্ত আরও দুই যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নতুন এই যুবক আক্রান্ত হওয়ায় জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।

টাঙ্গাইল/সিফাত/বুলাকী


from Risingbd Bangla News https://ift.tt/3aZemJH
via IFTTT

কোন মন্তব্য নেই: