রমজানে ধ্রুব’র যত আয়োজন - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ৮ মে, ২০২০

রমজানে ধ্রুব’র যত আয়োজন



রমজানে ধ্রুব’র যত আয়োজন

বিনোদন প্রতিবেদক
রমজান মাস উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) বেশ কয়েকটি ইসলামিক গান তৈরি করেছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী—আসিফ আকবর, কাজী শুভ ও ইমরান মাহমুদুল।
আসিফ আকবরের কন্ঠে ‘পথ দেখাও হে প্রভু’ গানটির কথা ও সুর করেছেন লুৎফর হাসান। রবিউল ইসলাম জীবনের কথায় ‘আজানের ওই পবিত্র সুর’ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন ইমরান। অন্যদিকে শিগগির মুক্তি পাবে কাজী শুভর গাওয়া ‘আল্লাহ আল্লাহ বলো’ শিরোনামের গানটি। এর কথা ও সুর করেছেন বিচ্ছেদী পলাশ। এছাড়া মোহাম্মদ মিলন গেয়েছেন ‘তুমি রহমান’। একে মামুন আফনান রুমীর কথামালায় এতে সুরারোপ করেছেন মিলন নিজেই।
খুব শিগগির বাকি গানগুলো পর্যায়ক্রমে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এর পাশাপাশি গানগুলো জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ ও স্বাধীন মিউজিক অ্যাপে শুনতে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত


from Risingbd Bangla News https://ift.tt/3fwDSJG
via IFTTT

কোন মন্তব্য নেই: