
করোনাকালীন তিনিও ঘরবন্দী। করোনা সংকট নিয়ে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটস দিয়েছেন। এতে তিনি লিখেছেন-
‘অসমাপ্ত মোনাজাত’
সবার মুখই মাস্কে ঢাকা
সবার কপালে ঘাম
এই বিপদে ভরসা কেবল
আল্লাহ্ নবীর নাম-
আঁধার কালো মুছে গিয়ে
আসুক আবার আলো
ঈদটা এবার সবার জন্য
খবর আনুক ভালো।
হাসান মতিউর রহমান একজন নেপথ্যের মানুষ। তিনি বাংলা গানের ইতিহাসের অনন্য এক যুগস্রষ্টা। বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক বিক্রিত অ্যালবাম ‘আমি বন্দী কারাগারে’-এর সুরকার ও প্রযোজক তিনি। তার হাতে সৃষ্টি হয়েছে অসংখ্য কালজয়ী গান।
ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন