
বগুড়া কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, বগুড়া কারাগার থেকে ১৫৯ জনের সাজা মওকুফ করে মুক্তির তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তাদের বেশিরভাগ ৬ থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি এবং প্রায় সকলে মাদক ও চুরির মামলার আসামি।
বিকেলে নয়জনকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি। জেলার বলেন, পর্যায়ক্রমে সাজা মওকুফের তালিকাভুক্ত কয়েদিদের মুক্তি দেওয়া হবে।
বগুড়া কারাগারের ধারণক্ষমতা ৭২০ জন। সেখানে বন্দি রয়েছেন ২২০০ জন।
আখতারুজ্জামান/বকুল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন