বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার আগ্রহ ভারতীয় ক্রিকেটারদের - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ১০ মে, ২০২০

বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার আগ্রহ ভারতীয় ক্রিকেটারদের



বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার আগ্রহ ভারতীয় ক্রিকেটারদের

ক্রীড়া ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাদে দেশের বাইরে কোনো  ফ্র্যাঞ্চাইজি  লিগে খেলার অনুমতি পান না ভারতীয় ক্রিকেটাররা।
ফ্র্যাঞ্চাইজি  লিগগুলোতে ভারতীয় ক্রিকেটারদের আকাশচুম্বি চাহিদা থাকলেও বিসিসিআইয়ের অনুমতি না থাকায় তাদের অংশগ্রহণ করা হয় না। তবে ভারতীয় ক্রিকেটাররা খেলার আগ্রহ দেখিয়েছেন। বিশেষ করে বিসিসিআইয়ের চুক্তির বাইরের ক্রিকেটাররা চান বিদেশি লিগগুলোতে খেলতে। এজন্য বোর্ডকে নিজেদের সিদ্ধান্ত পাল্টানোর অনুরোধ করেছেন ভারতের বিশ্বকাপজয়ী দুই তারকা সুরেশ রায়না ও ইরফান পাঠান।

শনিবার ইনস্টাগ্রাম লাইভে আড্ডা দেন এ দুই ক্রিকেটার। সেখানে বিদেশি লিগগুলোতে খেলার আগ্রহ দেখান দুজনই। দুজনের মত, বছরে অন্তত দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দিতে পারে বিসিসিআই। রায়না বলেছেন,‘আমি চাই বিসিসিআই আইসিসি বা ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে কিছু পরিকল্পনা করুক। বিসিসিআইয়ের চুক্তির বাইরের ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া উচিত। আমি অনুভব করি, অনেক ক্রিকেটার আছে যেমন, ইউসুফ পাঠান, আমি, রবিন উথাপ্পা...তারা বিদেশি লিগগুলোতে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয় শিখতে পারবে। আমি মনে করি আমাদেরকে অন্তত দুটি লিগ খেলার অনুমতি দিতে পারে বিসিসিআই।’
 

 


চুক্তির বাইরের খেলোয়াড়দের আইপিএল বাদে অন্য কোনো লিগে খেলার সুযোগ দিয়ে ‘প্ল্যান বি’ বাস্তবায়নের কথা বলেছেন রায়না। তাঁর ভাষ্য,‘আমরা যদি তিনমাস প্রতিযোগীতামূলক ক্রিকেট খেলি, যেমন সিপিএল বা বিগ ব্যাশ...তাহলে আমরা যেকোনো মঞ্চে পারফর্ম করতে প্রস্তুত থাকব। বিদেশি ক্রিকেটাররা সারাবছর সেই সুযোগগুলো নিয়ে থাকে এবং পরবর্তীতে দেশের ডাকে ফিরে আসে। আমরা আইপিএল খেলছি।আইপিএলে কিছুদিন পর যেটা হবে, এখানে অনেক খেলোয়াড়, একাধিক ফ্র্যাঞ্চাইজি আমাদের নিয়ে চিন্তা করতে পারে, আমরা আর ভালো নই! এজন্য আমাদের প্ল্যান বি থাকা উচিত। আমরা যদি বাইরে যাই, সেখানে যদি খেলি তাহলে নিজেদের ফিট রাখতে পারব। পাশাপাশি আমাদের ক্রিকেট উন্নতি হবে এবং অনেক কিছু শিখতে পারব।’   

রায়নার সঙ্গে সুর মিলিয়েছেন ইরফান পাঠান। তবে বাঁহাতি এ পেস অলরাউন্ডার ভিন্ন পরামর্শ দিয়েছেন। ইরফান পাঠান বলেছেন,‘আমার মতে ৩০ বছরের উপরে যারা আছে তাদেরকে টি-টোয়েন্টি লিগগুলোতে খেলতে দেওয়া উচিত।’

ঢাকা/ইয়াসিন


from Risingbd Bangla News https://ift.tt/2zsPvRq
via IFTTT

কোন মন্তব্য নেই: