অমিতাভের মৃত্যুর গুজব, সাইবার ক্রাইমে মামলা -Deshebideshe - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ৫ মে, ২০২০

অমিতাভের মৃত্যুর গুজব, সাইবার ক্রাইমে মামলা -Deshebideshe


মুম্বাই, ০৫ মে- বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ে। সম্প্রতি এই গুজবটি ছড়ায় টিকটকের একটি ভিডিওর মাধ্যমে।

এই ঘটনায় এবার সাইবার ক্রাইমে একটি মামলা করেছেন অভিনেতার এক ভক্ত।

ভারতীয় গণমাধ্যমের খবর,  ভুয়া ওই ভিডিওতে দেখা যায়, এই অভিনেতার মৃত্যুতে মুষড়ে পড়েছেন ভক্তরা।। এক টিকটক ব্যবহারকারী ওই ভিডিওর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে পোস্ট করেন।

টুইটারে ওই ভক্ত লিখেছেন, বচ্চন স্যার, একজন ব্যক্তি আপনার মৃত্যুর ভুয়া ভিডিও প্রকাশ করেছে। আমি সাইবার ক্রাইমে তার বিরুদ্ধে অভিযোগ করেছি। দয়া করে আপনি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিন।

গেল ২৯ এপ্রিল ইরফান খান এবং ৩০ এপ্রিল ঋষি কাপুরের মৃত্যুতে বলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। এই সুযোগ কাজে লাগিয়েছে গুজবকারীরা।

ভুয়া খবর প্রকাশ করে জনমনে উদ্বেগের সৃষ্টি করছে তারা। এর আগে তারা বলিউডের আরেক বর্ষিয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে গুজব ছড়িয়ে পড়ে।

আর/০৮:১৪/০৫ মে





Source link

The post অমিতাভের মৃত্যুর গুজব, সাইবার ক্রাইমে মামলা -Deshebideshe appeared first on পূর্বকন্ঠ.



from পূর্বকন্ঠ https://ift.tt/35yM5rW
via IFTTT

কোন মন্তব্য নেই: