প্রাইম ফাইন্যান্সের এজিএমে লভ্যাংশ অনুমোদন - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

প্রাইম ফাইন্যান্সের এজিএমে লভ্যাংশ অনুমোদন

প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহিম। সভায় ২০১৯ সালের ২% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক তওসীফ ইকবাল আলী, ডা. শামীম খান, ওয়াহিদ মাহমুদ খালেদ, উজ্জল কুমার সাহা, ইজ্ঞিঃ সালাহ উদ্দিন আহমেদ, আহমেদ কামাল খান চৌধুরী, এম.বি.এম. লুৎফুল হাদী, ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান কবীর খান, প্রধান অর্থ কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম ও কোম্পানী সচিব মো. মহসিন রেজা খাঁন।

চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহিম এর সভাপতিত্বে প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর ২৪তম বার্ষিক সাধারণ সভা ‘ডিজিটাল প্ল্যাটফর্মে’ এ অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানী সচিব প্রমুখ। উক্ত সভায় ২% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোন মন্তব্য নেই: