পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শুক্রবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ফেসবুক পাতায় সহকর্মীর আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

তিনি বলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সুস্থতা কামনায় সবার দোয়া চান আইসিটি প্রতিমন্ত্রী।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার হাতে পাওয়া পরীক্ষার ফলাফলে প্রতিমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ আসে। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে শুক্রবার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে যেতে পারেননি প্রতিমন্ত্রী শাহরিয়ার।

এদিন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা পাবনার ঈশ্বরদীতে ওই প্রকল্প এলাকা পরিদর্শনে যান।

বাংলাদেশ জার্নাল/এইচকে

 

কোন মন্তব্য নেই: