করোনা পজিটিভ, কাতার যাচ্ছেন না ডিফেন্ডার মানিক
খেলাধুলা
স্পোর্টস ডেস্ককাতারগামি ফ্লাইটে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে অন্যদের সঙ্গে সকালে বিমানে ওঠার কথা ছিল তার। কিন্তু দুর্ভাগ্য, রাতেই করোনা পরীক্ষার রিপোর্ট পেয়েছেন। ফল এসেছে পজিটিভ। আপাতত কাতারে যাচ্ছেন না মঞ্জুরুর রহমান মানিক।
তবে দলের অন্য সবার ফল নেগেটিভ আসায় তাদের বিমানে চাপতে কোনও সমস্যা নেই। আপাতত কয়েকদিন আইসোলোশনে থাকতে হবে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার মানিককে। তারপর আবারও করোনা পরীক্ষা হবে। নেগেটিভ ফল এলে তখন তাকে কাতারে পাঠানো হবে।
মানিকের আগে বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে করোনায় আক্রান্ত হয়েছেন। নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে ডাগআউটে বসতে পারেননি। ঢাকায় আইসোলেশনে আছেন তিনি। তারও আপাতত কাতার যাওয়া হচ্ছে না। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাতার যাচ্ছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।
বাংলাদেশ জার্নাল/টিআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/139618/করোনা-পজিটিভ-কাতার-যাচ্ছেন-না-ডিফেন্ডার-মানিক
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন