প্রাথমিকের ডিজির সঙ্গে দেখা করতে লাগবে আগাম অনুমতি - পূর্বকন্ঠ

শিরোনাম :

সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

প্রাথমিকের ডিজির সঙ্গে দেখা করতে লাগবে আগাম অনুমতি

প্রাথমিকের ডিজির সঙ্গে দেখা করতে লাগবে আগাম অনুমতি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন তদবির নিয়ে আসছেন। বদলির জন্য অনেক শিক্ষা কর্মকর্তা অনুমতি ছাড়াই সশরীরে মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলমের সঙ্গে দেখা করছেন।

শিক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন তদবির নিয়ে আসছেন। বদলির জন্য অনেক শিক্ষা কর্মকর্তা অনুমতি ছাড়াই সশরীরে মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলমের সঙ্গে দেখা করছেন।

এমন পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল মাঠ পর্যায়ের কর্মকর্তাকে ব্যক্তিগত প্রয়োজনে অধিদপ্তরে আসতে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা ও পরিচালক প্রশাসনের আগাম অনুমতি লাগবে।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে একটি অফিস নোটিশ দিয়েছে। এতে স্বাক্ষর করেছেন পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান।

নোটিশে বলা হয়, ব্যক্তিগতকাজে যারা বিনা অনুমতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করতে হাজির হচ্ছেন তা সরকারি বিধানের পরিপন্থী ও বর্তমান কোভিড-১৯ স্বাস্থ্যবিধির ও পরিপন্থী। কারও বদলির আবেদন করতে হলে তা যথাযথ কতৃপক্ষের মাধ্যমে পাঠানো বাঞ্চনীয়। এক্ষেত্রে ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই।

বাংলাদেশ জার্নাল/একে/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/education/139254/প্রাথমিকের-ডিজির-সঙ্গে-দেখা-করতে-লাগবে-আগাম-অনুমতি
via IFTTT

কোন মন্তব্য নেই: