সালিসে ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যার হুমকি স্কুলছাত্রীর - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

সালিসে ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যার হুমকি স্কুলছাত্রীর

সালিসে ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যার হুমকি স্কুলছাত্রীর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রাম্য সালিসে বিচার না পেয়ে লোকলজ্জার ভয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে ধষর্ণের শিকার স্কুলছাত্রী। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা-মা অভিযোগ দিতে থানায় আসেন।

বাংলাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রাম্য সালিসে বিচার না পেয়ে লোকলজ্জার ভয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে ধষর্ণের শিকার স্কুলছাত্রী। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা-মা অভিযোগ দিতে থানায় আসেন।

ভুক্তভোগী উপজেলার বড়হিত ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগে জানা যায়, নির্যাতনের শিকার ওই ছাত্রী প্রতিবেশী আব্দুল মন্নাছের ছেলে মাহমুদুল্লাহকে বিদ্যালয় থেকে পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট এনে দিতে বলে। বুধবার রাতে অ্যাসাইনমেন্টটি ছাত্রীকে দেওয়ার জন্য মোবাইল ফোনে ডেকে বাড়ির সামনে নিয়ে তাকে ধষর্ণ করে।

পরে পরিবার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্যদের জানান। কিন্তু সালিসে কোন বিচার না পেয়ে লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী আত্মহত্যার হুমকী দেয় বলে জানান তার বাবা-মা। শনিবার রাতে ছাত্রীকে নিয়ে তার বাবা-মা মামলা করতে থানায় আসেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, ছাত্রী ও তার বাবা-মা থানায় এসেছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/139125/সালিসে-ধর্ষণের-বিচার-না-পেয়ে-আত্মহত্যার-হুমকি-স্কুলছাত্রীর
via IFTTT

কোন মন্তব্য নেই: