ধোবাউড়ায় যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ১১ নভেম্বর, ২০২০

ধোবাউড়ায় যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কামরুল হাসান ধোবাউড়া(ময়মনসিংহ)ঃ ময়মনসিংহের ধোবাউড়ায় দিনব্যাপি বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে উপজেলা আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু করা হয়। 

এরপর বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মনির প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে আনন্দ র‌্যালি বের হয়ে ধোবাউড়া বাজারের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেবিড রানা চিসিমের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এ সময় উপস্থিত ছিলেন, ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, জিন্নত আলী বিশ্বাস, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, অধ্যাপক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, আইন বিষয়ক সম্পাদক উসমান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সহ-প্রচার সম্পাদক সাইদুল ইসলাম তুলা, সদস্য মনোয়ার হোসেন রিপন, উপজেলা শ্রমিকলীগের আহব্বায়ক জালাল উদ্দিন সোহাগ, যুবলীগ সদস্য আনোয়ারুল ইসলাম ইকবাল, সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি মিনারা বেগম, উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক বিলকিস সুলতানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি সহ আওয়ামী যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 


কোন মন্তব্য নেই: