এসএস স্টিলের লভ্যাংশ ঘোষণা
শেয়ার বাজার
জার্নাল ডেস্কপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নদ লভ্যাংশ, বাকি ৮ শতাংশ বোনাস লভ্যাংশ।
রোববার কোম্পানির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৫৫ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৪৬ পয়সা।
৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৯৮ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন বেলা ২ টায় ভার্চুয়াল প্লাটফর্মে এই এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
বাংলাদেশ জার্নাল/কেআই
from BD-JOURNAL https://www.bd-journal.com/stock-market/139256/এসএস-স্টিলের-লভ্যাংশ-ঘোষণা
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন