তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের সাদা মাটির খনি, নান্দনিক পাহাড় ও সমতল ভূমির মিলনমেলা বিজয়পুরের পর্যটন এলাকায় বেড়াতে আসা পর্যটকদের সম্মানে ওয়াশ ব্লক উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২০ নভেম্বর) দুপুরে নানা আয়োজনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অর্থায়নে এ ওয়াশ ব্লক উদ্বোধন করা হয়।
পর্যটন এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্মত এ ওয়াশ ব্লকের উদ্বোধন করেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন (গ্রেড-১) এর চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পর্যটন করপোরেশনের মহা-ব্যবস্থাপক জাকির হোসেন সিকদার, উপ-সচিব মাহমুদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।
‘উল্লেখ্য: দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী পর্যটন এলাকায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ওয়াশ ব্লক নির্মাণে পর্যটন এলাকায় বেড়াতে আসা শুধু পর্যটকগনই নয় অত্র অঞ্চলের শিক্ষার্থীদের বিশেষ উপকারে আসবে।’