শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডে বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডে বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডে এর নামে অপসংস্কৃতি বন্ধের দাবিতে সচেতন মহল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।

রবিবার ( ১৪ নভেম্বর ২০২১) দুপুরে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠনকর্মী এ স্মারকলিপি প্রদান করেন।

সম্প্রতি দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডে এর নামে সাদা টি-শার্টে বিভিন্ন অশালীন লেখা, স্বাক্ষর ও ছবি এবং অঙ্গভঙ্গি দেখা যায়। যা রিতিমত সচেতন মহল ও অভিভাবকদের ভাবিয়ে তুলেছে।

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

কোন মন্তব্য নেই: