মদনে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার - পূর্বকন্ঠ

শিরোনাম :

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

মদনে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মোতাহার আলম চৌধুরী, মদন ( নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী ডালিম মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণকান্দা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবক কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের পাথারকান্দি গ্রামের খসরু মিয়ার ছেলে।

জানা যায়, গত ১০ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার পথে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ওই যুবক। এরই প্রেক্ষিতে মেয়েটির বাবা ১৩ নভেম্বর বাদী হয়ে ডালিমসহ ৫ জনকে আসামী করে মদন থানায় একটি মামলা দায়ের করেন। পরে ২২ নভেম্বর রাতে পুলিশ অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে । এর পর আজ মামলার মূল আসামী ডালিমকে গ্রেপ্তার করা হয়।

মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, মূল অপহরণকারী ডালিমকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

কোন মন্তব্য নেই: