রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর): তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধুর রাজনীতি ছিল সাধারণ মানুষের কল্যাণ ভাগ্যন্নয়নে রাজনীতি।
তিনি দরিদ্র্য-সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যন্নয়নে স্থায়িত্ব আনয়নে কাজ করতেন। শুক্রবার (১২ নভেম্বর) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে এডভোকেট বদরুদ্দোজা বাহাদুর স্মৃতি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
এলজিইডির বাস্তবায়নে ১২০০ মিটার রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোটের শাসনকালে দুর্নীতি-সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি পিছিয়ে পড়েছিল। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সোনার বাংলাদেশ বিনির্মাণে আধুনিক পরিচ্ছন্ন দেশ করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
`এ সময় সরিষাবাড়ী পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক, কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলসহ ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিজ বাড়িতে মতবিনিময় সভা করেন তিনি।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন