মানুষের ভাগ্যন্নয়নে কাজ করে আওয়ামী লীগ - তথ‍্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

মানুষের ভাগ্যন্নয়নে কাজ করে আওয়ামী লীগ - তথ‍্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর):  তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধুর রাজনীতি ছিল সাধারণ মানুষের কল্যাণ ভাগ্যন্নয়নে রাজনীতি।

তিনি দরিদ্র্য-সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যন্নয়নে স্থায়িত্ব আনয়নে কাজ করতেন। শুক্রবার (১২ নভেম্বর) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে এডভোকেট বদরুদ্দোজা বাহাদুর স্মৃতি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

এলজিইডির বাস্তবায়নে ১২০০ মিটার রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোটের শাসনকালে দুর্নীতি-সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি পিছিয়ে পড়েছিল। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সোনার বাংলাদেশ বিনির্মাণে আধুনিক পরিচ্ছন্ন দেশ করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

`এ সময় সরিষাবাড়ী পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক, কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলসহ  ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিজ বাড়িতে মতবিনিময় সভা করেন তিনি।'

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

কোন মন্তব্য নেই: