নৌকা মানুষের ভাগ‍্যের উন্নয়ন ঘটিয়েছে-ফারুক আহাম্মেদ চৌধুরী - পূর্বকন্ঠ

শিরোনাম :

বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

নৌকা মানুষের ভাগ‍্যের উন্নয়ন ঘটিয়েছে-ফারুক আহাম্মেদ চৌধুরী

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর): 

মানুষ এখন দুই বেলা পেট ভরে খেতে পারে, ছেলে মেয়েদের লেখাপড়ার জন‍্য টাকা সঞ্চয় করতে পারে। এ নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এ নৌকা জননেত্রী শেখ হাসিনার নৌকা জামালপুরের সরিষাবাড়ীতে  বৃহস্পতিবার সকালে আওনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দলীয় অফিস প্রাঙ্গনে এ নির্বাচনী পথসভায় প্রধান বক্তা হিসেবে কথাগুলো বলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী। 

সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী  বীর মুক্তিযোদ্ধা মো: বেলাল হোসেনকে চেয়ারম্যান হিসেবে বিজয় সুনিশ্চিত করতে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে’। 

৪নং আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক সোহেল মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদার, উপ - দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ি ‘উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, রফিকুল ইসলাম রফিক প্রমুখ বক্তব্য দেন’।

কোন মন্তব্য নেই: