রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর): আসন্ন চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের নৌকা প্রতীক প্রাপ্ত প্রার্থীদের বিজয়ী করার লক্ষে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় (৩০ নভেম্বর) বঙ্গবন্ধু সরকারী কলেজ মাঠে এ নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোহাম্মাদ বাকী বিল্লাহ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে জামালপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, যুগ্ন সাধারণ সম্পাদক সালে শফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু উপস্থিত ছিলেন।
‘নৌকার মনোনীত প্রার্থী সাতপোয়া ইউনিয়নের আবু তাহের, পোগলদিঘা ইউনিয়নের আশরাফুল ইসলাম মানিক, ডোয়াইল ইউনিয়নের আব্দুর রাজ্জাক স্বপন, ভাটারা ইউনিয়নের বোরহান উদ্দিন বাদল, মহাদান ইউনিয়নের আনিছুর রহমান জুয়েল, কামরাবাদ ইউনিয়নের থেকে আব্দুল সালাম প্রমুখসহ ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন