মোতাহার আলম চৌধুরী ,মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে ৬বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ উপজেলার গুচ্ছ গ্রামের রোজ আলীর ছেলে আবুল মিয়াকে রোববার সন্ধ্যায় (৫৫) আটক করেছে। এর আগে রোববার সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়ন মদন গুচ্ছ গ্রামে (আদর্শ গ্রাম) এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অভিযুক্ত আবুল মিয়া ওই শিশুকে একটি গোয়াল ঘরে প্রভোলণ দেখিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষণ করতে চাইলে শিশুটি ডাকচিৎকার শুরু করে। প্রতিবেশিরা তার ডাকচিৎকার শোনতে এগিয়ে আসলে অভিযুক্ত আবুল মিয়া পালিয়ে যায়।
এ ব্যাপারে শিশুটির বাবা ওই দিন মদন থানায় একটি অভিযোগ দায়ের করলে আবুল মিয়াকে রোববার সন্ধ্যায় আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল মিয়া নামে এক কৃষককে আটক করা হয়েছে। তার নামে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন