মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৫০ হাজার মিটার অবৈধ বেহুন্দি, কারেন্ট ও মশারি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও বাংলাদেশ নৌ বাহিনী।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ এ অভিযানের চতুর্থ ধাপের অষ্টম দিনে রাবনাবাদ ও সাগর মোহনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক বাবুলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওইসব অবৈধ জালগুলো জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় কোড়ালিয়া স্পিডবোট ঘাট এলাকায় জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। `যার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা'।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক বাবুল জানান, ক্ষতিকর অবৈধ জাল উচ্ছেদে গলাচিপা মৎস্য বিভাগ ও বাংলাদেশ নৌ বাহিনীকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।` এ দিন ১৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়'।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন