তপু সরকার হারুনঃ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় পেশাজীবী সংগঠন। সারা বাংলাদেশের ন্যায় শেরপুরে পালিত হলো ঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মানববন্ধন ।
১০ ফেব্রুয়ারী (বৃহস্প্রতিবার) শেরপুর থানা মোড়ে বঙ্গবন্ধু স্কয়ারের সামনে সকাল ১০ টা থেকে ১১টা পযর্ন্ত এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয় । এখানে শেরপুর জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রোকৌশলী মোঃ ছামিউল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন “ ডিসিগনকে শতভাগ প্রকল্পের পরিবীক্ষন ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রানালয়ের আদেশ অবিলম্বে বাতিলের দাবীতে আইইবি”র মানববন্ধন ।
বাংলাদেশের প্রকৌশলী সমাজ মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কারিগর হিসেবে যোগাযোগ, বিদুৎ,গ্যাস,পানি সরবরাহ পয়ঃনিস্কাশন, আইসিটি,টেলি-কমিউনিকেশন ,পরিবহন ব্যবস্থাপনা বন্যা ব্যবস্থাপনা শিক্ষা প্রকৌশল, গ্রামীন অবকাঠামো উন্নয়নসহ সকল উন্নয়ন কাজ ও জরুরী সেবা সমূহ অব্যাহত রেখেছে ।
গত ১৮ জানুয়ারী ২০২২ খ্রিঃ জনপ্রশাসন মন্ত্রানালয় স্বারক নং ০৫.০০.০০০০.১৪১.৯৯.০০১.২১.০৩.মূলে জারিকৃত পত্রের মাধ্যমে ডিসিগনকে এডিপিভূক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষন ওমূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত আদেশকে দেশের উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র বলে আইইবি মনে করছে ।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজে কারিগরী ওপেশাগত জ্ঞানসম্পন্ন অভিজ্ঞ প্রকৌশলী প্রয়োজন । জেলা প্রশাসনের কর্ম্কর্তাদের প্রকৌশল পেশা সংশ্লিষ্ট উন্নয়ন কাজের ধরন সম্পর্কে কোনো কারিগরী জ্ঞান ও প্রকল্প বাস্তাবায়ন সর্ম্পকিত অভিজ্ঞতা নেই ।
এতে প্রকল্প বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হওয়া সহ প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হবে যা দেশের অগ্রযাত্রায় কে পিছিয়ে দিবে । সকল সংস্থার প্রকৌশলীদের কে বর্নিত সূত্রের পত্রের আলোকে কোনরুপ তথ্যাদি ডিসি গনকে প্রদান না করার বিষয়ে আইইবি ইতোপূর্বে সিদান্ত দিয়েছে । এডিপি ভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষন ও মূল্যায়ন দায়িত্ব প্রদান সর্ম্পকিত আদেশ অভিলম্বে বাতিল করতে হবে ।
অন্যথায়,দেশের লক্ষাদিক প্রকৌশলীর প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি) প্রকৌশলীদের সাথে নিয়ে কর্ম বিরতীসহ আরো কঠোর আন্দোলন কমর্সূচি গ্রহন করা হবে ।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) শেরপুর এ কর্সূঅভচিতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল জিইডি) নিবার্হী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, গনপূর্তের নিবাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী,পিডিবি নিবার্হী প্রকৌশলী সূব্রতরায় ,সড়ক ও জনপথ নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলম খান, শেরপুর শিক্ষা প্রকৌশলী জয়িতা অধিকারী, সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানা পারভিন (এল জিইডি) শেরপুর, সদর উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসাইন, জাহিদুল আলম সহকারী প্রকৌশলী এলজিইডি, রুকুনুজ্জামান সিনিয়র সহকারী প্রকৌশলী পিডিবি,মোঃ জাহিদুল ইসলাম সিনিয়র সহকারী প্রকৌশলী (সড়ক ও জনপথ), শেরপুর বি এডিসি ,পানিউন্নয়ন বোর্ড , জনস্বাস্থ্য অধিদপ্তর এর প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্চাবারীবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট এবংইলেক্ট্রনিক্স মিডিয়ার লোকজন উপস্থিত ছিলেন’ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন