বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। দীর্ঘ স্ট্রাগলের পর সাফল্য পেয়েছে বলিউডে। ফলে জনপ্রিয়তার সাথে সাথে বেড়েছে বিপুল অর্থ-সম্পদও। সেই নওয়াজ চলাচল করেন লোকাল ট্রেনে! শুনে বিস্মিত হওয়াটাই স্বাভাবিক কিন্তু ঘটনা সত্যি।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিষয়টি উঠে এসেছে। এতে দেখা গেছে, মুম্বাই লোকাল ট্রেনের প্লাটফর্মে দাঁড়িয়ে আছেন নওয়াজ। এরপর ট্রেনের সিটে বসে থাকতেও দেখা গেছে তাকে। তারকা হয়েও সাধারণ মানুষের মত তিনি লোকাল ট্রেনে চড়েন, এটা তার সুন্দর মানসিকতার বহিঃপ্রকাশ বলে নওয়াজের প্রশংসা করছেন সবাই।
এদিন নওয়াজের পরনে খয়েরি টি-শার্ট আর কালো প্যান্ট। চোখে সানগ্লাস দিয়েছেন, মুখে লাগিয়েছেন মাস্ক। আবার মাথায় আছে টুপি। নওয়াজুদ্দিন নিজেও জানিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লোকাল ট্রেন ব্যবহার করেন তিনি। যাতে রাস্তায় যানজটে পড়ে দেরি না করে ফেলেন। সূত্র : হিন্দুস্তান টাইমস
from MTnews24 https://ift.tt/rKC3VYa
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন