রংপুর: যৌতুক না পেয়ে নির্যাতন ও অতর্কিত হামলার বিচার চেয়ে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবাংশু কুমার সরকারের বিরুদ্ধে আদালতে নারী নির্যাতন দমন আইনে মামলার আবেদন করেছেন তার স্ত্রী। স্বামী ছাড়াও আরও তিন জনকে তিনি মামলায় আসামি করেছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বিচারকের স্ত্রী ডা. হৃদিতা সরকার বাদী হয়ে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এ মামলার আবেদনটি করেন। আদালতের বিচারক মো. রোকনুজ্জামান এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিন নির্ধারণ করেছেন।মামলার অন্য আসামিরা হলেন, দেবাংশু কুমার সরকারের বাবা সুধাংশু কুমার সরকার চয়ন, ফুফাতো ভাই নিলয় দে সরকার ও চাচা রঞ্জন সরকার।
মামলার আবেদন ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব বাজার এলাকার দেবাংশু কুমার সরকারের সঙ্গে একই উপজেলার নারায়ণ সরকারের মেয়ে হৃদিতা সরকারের বিয়ে হয় ২০১৫ সালের ১১ মে। বিয়েতে হৃদিতার ৫০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার উপহার সামগ্রী দেবাংশুকে দেন।
অভিযোগে বলা হয়েছে, বিয়ের কয়েক মাস পরে দেবাংশু একটি প্রাইভেটকার কেনার জন্য হৃদিতার পরিবারের কাছে ৩০ লাখ টাকা দাবি করেন। হৃদিতা সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। `পরে দেবাংশু ৩০ লাখ টাকা না পেলে হৃদিতা সরকারের সঙ্গে সংসার করবেন না বলে জানিয়ে দেন।,
এ বিষয়টি নিয়ে চলতি বছরের ২৮ মার্চ হৃদিতা তার স্বামীর সঙ্গে দেখা করতে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে উপস্থিত হলে তার ওপর হামলা হয় বলে অভিযোগ করেছেন মামলার আবেদনে।,
বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর খন্দকার রফিক হাসনাইন বলেন, বাদী রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নালিশি মামলার আবেদন করেছেন।` বিচারক এ বিষয়ে শুনানির জন্য ২১ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলাটির পরবর্তী পদক্ষেপ বিষয়ে আদেশ দেবেন।,
from Sarabangla | https://ift.tt/6birBnw via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন